একা বড় একা
In my dreams ( that I had ) ,
she is the one( one ? You know ).
Reality ( flashes like a bolt ) ,
And she's gone ( why so ? )
ব্লগ লিখি না বেশ কয়েক দিন হলো । তো আবার এলাম লিখতে । সপ্তাহ টা সাধারণ ভাবে শুরু হতে পারত । কিন্তু শনিবারে Practical এ পৌছালাম সময়েই , পেলাম E3 . বিধি বাম ! electricity ই তো নেই , practical হবে কিভাবে ? অগত্যা ভাবলাম আজ কারেন্ট না আসা পর্যন্ত বসে বসে কাটাতে হবে । এই যা ! এক বন্ধু এর নাম বলতে হয় ।
কিন্তু নাম বলার জন্য অনুমতি নেয়া হয় নি । নতুন খেয়াল আসছে মাথায় । সব বন্ধুর একটা করে ছদ্মনাম দেওয়া যাক । আচ্ছা নাম গুলো হলো ,
জাম্বো , nail , বেকি , নুস , sadder ..............................। ( আর আর এক বন্ধুর নাম আগের ব্লগ এ দিয়েছি ।
আজকে যাদের উল্লেখ ঘটবে তাদের নাম এখানে দেওয়া হলো )
আগের কথায় ফেরত আসি । তো আমার বন্ধু জ়াম্বো ................................................... আচ্ছা না । এর কিছু বর্ণনা ও দেওয়া দরকার । এই ছেলে (জাম্বো) এর Height 6'3" (ফাজলামো করছি না ) , গায়ের রং শ্যামলা , চশমা পরে , ক্ষীণকায়া () . তো এই বন্ধুর সোজা প্রস্তাব , ' চল বাইরে যাই ' । আমার ও কি যে মনে হলো , বের হয়ে গেলাম Lab থেকে ।
Versity এর আশেপাশে ঘুরতে লাগলাম দুই জন । ফজলুল হক আর শহীদুল্লাহ হলের মাঝে পুকুর পাড়ে কাটল অনেক সময় । কথা বার্তায় ঘুরে ফিরে নিজেদের school life , college life এ গুলো আসছিলো । Facebook এর কথাও তো আসতেই হয় !! তো আমি একটা status দিয়েছিলাম অনেকটা এরকম ,
"ফয়সাল ইবনে মিজান 'Ray' treat পাইলো (বেকি) এর কাছ থেকে along with others , but দোস্ত তরে thanks দিলাম না "
facebook এ tagging এর সুবাদে বেকি কে tag করা হয়েছিল । তো বেকি (thanks না দেওয়ায় outraged ) , আমি(রাগাইতে ব্যাস্ত) , স্বাক্ষর (আমার আরেক বন্ধু) এবং জাম্বো(অবদান কম ) মিলে সে status এ প্রায় নব্বই খানা comment করেছি ।
বলে রাখা ভাল treat পেয়েছি বেকি এর birthday এর কারণে । যাই হোক , তো এই status এ century করা নিয়ে কিছু কথা হলো । এ করতে করতে দেখি practical এর আর বেশি সময় বাকি নেই । তো ফেরত গেলাম আমাদের lab এ , ভাগ্য সুপ্রসন্ন , কারণ ওই দিন Lab এ আর Electricity ও আসে নি , ফলস্বরুপ Lab না করেই দিন পার হয়েছে . উল্লেখ্য এটা ছিল Major Subject(Physics) এর Lab . এ lab গুলো নেন দুই জন Madam . Husne Jahan Begum (spelling অবশ্যই ভুল) আর Nasreen chowdhury (এই spelling চাইলেও ভুল হবে না I like this person ) . HJB mam এর ভয়ে lab এ অবস্থা খারাপ , সেখানে তিনি ও কিছু বলতে পারবেন না আজ , এটা ভেবে মনে যে আনন্দের বাতাস বয়ে যাচ্ছিল কি আর বলবো ।
ক্লাস এ গিয়েও বেকি কে কিছুক্ষণ চেতালাম যে তাকে কনোভাবেই thanks দেওয়া হবে না ।
সেও বলতেই থাকলো যে না তোকে দিতেই হবে । status নিয়ে আলাপ এর সময় century এর কথা তা আসলো এবং ঠিক করা হলো যে , চার জন ( আমি , বেকি , স্বাক্ষর , জাম্বো ) এক সাথে net এ বসে দেখা হবে যে কে পারে century করতে । এর মাঝে জাম্বো বলে উঠলো দেখা এক যাবে বাইরের কেউ এসে century মারসে । এতে সম্ভবত নুস mind করে ( তার ধারণা তাকে উল্লেখ করে বলা হয়েছে কথা টা ) ।
বাসায় এসে দেখি Mr. Jumbo টানা আট টি comment করে নিজের century বানিয়েছেন ।
তো Ray সবগুলো comment delete করে দিলো (আমি চাই সবাই সমান সুযোগ পাক , আমি থাকতে এখানে অন্যায় হতে পারে না ) ।
এর মাঝে আমার মেজ খালু খালা এসেছেন বাসায় (লেখার সুযোগ কমার একটি কারণ) , তাদের ছোট baby টা সেইরকম cute হয়েছে ।
রবিবারে (এইটা sure না ) ছিল মা দিবস (এই দিন আমরা মা দের একটু বেশি ভালবাসার ভান করবো) । রবিবারে আমার class থাকে দুইটা । কি কারণে যেন ফেরত যাবার সময় গাড়ি পেলাম না ।
Jumbo আর আমি গেলাম new-market , উদ্দেশ্য মা কে কিছু দেওয়া । আম্মু gift পেয়ে বেশ খুশিই হলো । অবাক হলাম মেজখালার প্রশ্নে , ' রাতুল তো এর আগে গিফট দিস নাই , এই বার থেকে শুরু করলি , তো কি এর পর valentines day তে কি কাউকে দেয়া হবে নাকি ? Girlfriend ? এই জন্য রাস্তা clear করতেসিস ? আমি থম মেরে চেয়ে থেকে একটু পর বললাম , ধুর GF TF হবে না । মেজ কোন কারণে অন্যদিকে যাওয়ায় রেহাই পাই । ওই দিন ই বিকালে আবার খালুর question , versity তে সুন্দর মেয়ে টে নাই ??
আমি বললাম , আছে তো ।
খালু বলে , 'কিছু করতেসো না কেন?'
আমার উত্তর , 'খালু সব booked' ।
খালু : সমস্যা কি ??
আমি : :S
সোমবারে আমি আমার practical rough khata তে ৫ম sign পেলাম (what an achievement , should be awarded!!!) । যে practical শেষ হতো শনিবারে , তা শেষ হলো সোমবারে । আমার status এ তখনও century হয় নি । শুধু আমি আর স্বাক্ষর কিছু comment করেছি ।
মঙলবার (গতকাল) এ Electricity , Mathematics class করে প্র্যাকটিকাল এ গেলাম । যথারীতি madam দের কেউ ই আসেন নাই । আমি চাচ্ছিলাম জাম্বো এর সাথে Light এর Practical করবো । কিন্তু দুইটাই আগে blocked . Sadder এর সাথে heat করতে হলো । Signature পাওয়া যায় না heat এ ।
কারণ করতেই সময় শেষ হয়ে যায় । Calculation এর time থাকে না (এই calculation যে কবে হবে ) । NC Mam ডাক দিলে আমি আর sadder এগিয়ে যাই mam এর কাছে ।
mam : কি করেছ ?
আমরা : H1
এভাবে daily যেভাবে ম্যাডাম কে ফিরিস্তি দেই তা দিয়ে আসছিলাম তখন mam sadder কে ধরলেন , তোমার partner (nail) আসে না কেন ? sadder বললো , mam ও তো Hospital এ (@!wtf!@) , জ্বর , টাইফয়েড , মিরপুরে Delta hospital এ আছে , হাবিজাবি । আমি তো পুরাই অবাক ।
এই ছেলের কি মাথা খারাপ নাকি ??
বাসায় এসে সেই facebook , msn , yahoo . ও জাম্বো আমার সাথে এসে বাটার সিগন্যাল এ নামে nail এর বাসায় যাবে বলে । আমি বাসায় এসে login করে দেখি ৫ টা notification । আমার century comment status এ ৯৮ টা করেছিলাম আমি আর স্বাক্ষর শেষে । ওখানে ৯৯ তম comment জাম্বো এর , 'ar matro 1run' , এর পর nail এর comment , ' and....... century!!!!!!!! thank you! thank you! ostader mair shesh rate ' । বুঝতে পারলাম জাম্বো nail এর বাসায় গিয়ে কলকাঠি নেড়েছে ।
এর পর আর কি , Ray তার routine work চালাতে থাকলো ।
তো আজকে আমার ব্লগ এ পর্যন্তই । আবার হবে কিছুদিনের মাঝে দেখা ।
বিদায় , বন্ধু বিদায় দাও ,
পারলে বিদায় চেয়ে নাও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।