সোমবার দুপুরে মাইজদী-চৌমুহনী সড়কে এ কর্মসূচিতে স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।
আন্দোলনকারীরা জানান, স্কুল কর্তৃপক্ষ সীমানা প্রাচীর নির্মাণের জন্য শত বছরের ঐহিত্যবাহী চারটি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি জানার পর শিক্ষার্থীরা বিকল্প উপায়ে প্রাচীর নির্মাণের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
কিন্তু এরপরও কর্তৃপক্ষ গাছ কেটে সীমানা প্রাচীর নির্মাণের সিদ্ধান্তে অটল থাকায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
জিলা স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন ভুঁঞা অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের জানান, প্রাচীর নির্মাণের জন্য কিছু গাছের ডাল কাটার সিন্ধান্ত হয়েছে। কিন্তু বিষয়টি না বুঝেই ছাত্ররা অযথা আন্দোলনে নেমেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।