আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীতে আ.লীগ-জামায়াত সংঘর্ষ

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনার সময় উপজেলার গাজিরহাট বাজারে ডমুরুয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়সহ অন্তত ১০টি দোকানে হামলা চালানো হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গাজিরহাট বাজার থেকে জামায়াত-শিবিরের কর্মীরা হরতালের পক্ষে মিছিল বের করে। একই সময় গাজিরহাট মোড় থেকে আওয়ামী লীগ কর্মীরা হরতালবিরোধী মিছিল বের করে।
একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও কার্যালয়ের আসবাবপত্র ভাংচুরসহ বাজারের দোকানপাটে হামলা চালানো হয় বলে জানান সেনবাগ থানার ওসি গাজী সাখাওয়াত হোসেন।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫ রাউন্ড শটগানের গুলি ও কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
সংঘর্ষে আহত জাহাঙ্গীর আলম, আবদুল মান্নান, আনোয়ারুল আজিম, হাছান মিয়াজী, গোলাম হোসেন ও আরিফুল ইসলামকে স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
বিকেল থেকে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.