আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীতে সংঘর্ষে আহত ৪

সোমবার রাতে এ সংঘর্ষের সময় দুটি বেসরকারি হাসপাতালে ভাংচুর হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা শহরের মধুপুর এলাকার সুলতান ও হাসপাতাল মোড়ের আব্দুল মতিনের সঙ্গে রাত সাড়ে ৯ টার দিকে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত চারজন আহত হয়।
আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।
এ সময় চারটি হাতবোমা বিস্ফোরণ হয় বলে জানায় পুলিশ।
এছাড়া সংঘর্ষকারীরা মাদারল্যান্ড ও জননী হাসপাতালের অভ্যর্থনা কক্ষে ভাংচুর চালায়।
সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.