নোয়াখালীর সুবর্নচর উপজেলার চর জুবলি ইউনিয়নের পশ্চিম চর জুবলি গ্রামে একটি মেছো বাঘ স্থানীয় গ্রামবাসিরা আটক করে।।
আজ সকাল ১১টা পশ্চিম চর জুবলি গ্রামের ওহাব মিস্ত্রির বাড়ীর লোক জন লাঠি-সোঠা নিয়ে ধাওয়া করে মেছো বাঘটি ধরে ফেলে। বাঘটিকে শিকল ও দড়ি দিয়ে বেঁধে রাখেন। এখবর আশেপাশের লোকজনের মাঝে ছড়িয়ে পড়লে লোকজন বাঘ দেখতে সেখানে এসে ভীড় জমায়।
স্থানীয় লোকজন জানান, মেছো বাঘটিকে দেখতে খুবই হিংস্র বলে মনে হয়। এর আগে বাঘকে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন এবং বেশ কয়েকটি গরুর বাচ্ছা,ছাগল হাঁস ও মুরগি নষ্ট করেছে । আজ সকালে বাড়ীর জেবাল হকের নেতৃত্বে ২০/২৫ জন লোক বাঘটিকে আটক করে ।
উল্লেখ্যযে গত ২৭, জানুয়ারি ২০১০নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের চর কলমির লিগেছি এগ্রো ফিশারিজের একটি মেছো বাঘ ধরার সময় আঘাতপ্রাপ্ত হওয়ায় বাঘটি কে কোম্পানীগঞ্জ পশু সম্পদ কর্মকর্তার কার্যালয়ে আনার পথে মারা যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।