নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের চরকলমী এলাকায় বিরল প্রজাতির একটি মেছো বাঘ ধরা পড়ে। ধরার সময় আঘাতপ্রাপ্ত হওয়ায় বুধবার বিকেলে বাঘটি মারা যায়।
চর কলমির লিগেছি এগ্রো ফিশারিজের মঙ্গলবার সকাল আটটার দিকে তিনি তাঁর প্রকল্প এলাকায় ভেতর এই বাঘটিকে দেখেন। এর পর আশেপাশের লোকজনকে জানিয়ে তাঁদের সহায়তায় ধরার চেষ্টা করলে বাঘটি আক্রমন করার জন্য তাঁদের দিকে তেড়ে আসেন। এসময় তাঁরা লাঠি-সোঠা নিয়ে ধাওয়া করলে বাঘটি মৎস্য প্রকল্পের পানিতে পড়ে যায়।
পরে জাল ফেলে বাঘটিকে ধরে শিকল ও দড়ি দিয়ে বেঁধে রাখেন। এখবর আশেপাশের লোকজনের মাঝে ছড়িয়ে পড়লে লোকজন বাঘ দেখতে সেখানে এসে ভীড় জমায়।
বাঘটি প্রায় আড়াই ফুট লম্বা এবং দেড় ফুট উচ্চতা এই মেছো বাঘটিকে দেখতে খুবই হিংস্র বলে মনে হয়। এর আগে তাঁরা এই রকম দুইটি বাঘকে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন।
এদিকে, বাঘ ধরা পড়ার খবর পেয়ে বুধবার সকালে বন বিভাগের বিট অফিসার সফিকুর রহমান এবং থানার এএসআই বাহারুল ইসলাম ঘটনাস্থলে যান।
তাঁরা সেখানে গিয়ে বাঘটিকে চিকিৎসার জন্য কোম্পানীগঞ্জ পশু সম্পদ কর্মকর্তার কার্যালয়ে আনার পথে বাঘটি মারা যায়।
উপজেলা পশু সম্পদ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, এটি দেখতে অনেকটাই মেছো বাঘের মতো। কিন্তু তাঁদের কাছে আনার আগেই পথে বাঘটি মারা গেছে।
সহকারি কমিশনার (ভুমি) মনোয়ার হোসেন মোল্লা জানান, প্রাণীটি বিরল প্রজাতির একটি মেছো বাঘ। লোকজন অসচেনতার কারনে ধরতে গিয়ে বাঘটিকে আঘাত করে।
বাঘটির মাথায় মারাত্মক জখম থাকায় এটি মারা গেছে। এর পরও তাৎক্ষনিক খবর পেলে এই প্রাণীটিকে বাঁচানোর চেষ্টা করা যেত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।