আমাদের কথা খুঁজে নিন

   

তামিমের ব্যাটিং ব্যার্থতা, সেন্ট লুসিয়ার বিদায়

বাংলাদেশি ড্যাশিং ওপেনার তামিম ইকবালের দল সেন্ট লুসিয়া জুকস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিলের কাছে ছয় উইকেটে হেরেছে। ফলে টুর্নামেন্ট থেকে বাদ পড়ল সেন্ট লুসিয়া। আর এ ম্যাচে ব্যাট হাতে আবারও ব্যার্থ তামিম। 

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মাঠ কিংস্টনের স্যাবিনা পার্কে সেন্ট লুসিয়া টস হেরে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে ৯৯ রান করে। 

জবাবে ৫৬ রানের উদ্বোধনী জুটি ও কেভিন ও’ব্রায়েনের ৩৭ রানের সুবাদে ১৭ ওভার পাঁচ বলে চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। 

উল্লেখ্য,  সাত খেলা শেষে সেন্ট লুসিয়ার সংগ্রহ চার পয়েন্ট।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।