০৬ অক্টোবর (আরটিএনএন ডটনেট)-- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, ‘কোন রকম বাধা ছাড়াই যুদ্ধাপরাধীদের বিচার চলছে বলে বিরোধী দলের গাত্রদাহ শুরু হয়েছে। ’
বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘তিনি (খালেদা) কী বলতে চান, জাতির সামনে তা স্পষ্ট করে তুলে ধরা দরকার। তার অবস্থান যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে না বিপক্ষে?’
তিনি অভিযোগ করেন, বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া মূলত শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। তিনি যুদ্ধাপরাধের বিচার বিষয়ে জাতিকে বিভ্রান্ত করছেন।
টুকু জানান, ৪০ বছর পর দেশে যুদ্ধাপরাধের বিচার শুরু হয়েছে। এ বিচার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘হুমকি-ধমকি দিয়ে এ বিচার কাজ বাধাগ্রস্ত করা যাবে না। বঙ্গবন্ধু হত্যার বিচার যেভাবে সম্পন্ন হয়েছে সেভাবেই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হবে। ’
প্রসঙ্গত, মঙ্গলবার হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া বলেন, ‘স্বাধীনতার পরপরই প্রকৃত যুদ্ধাপরাধীদের ছেড়ে দেয়া হয়।
আমরা তাদের বিচার করতে পারিনি। স্বাধীনতা বিরোধীদেরকেও তখনকার সরকার ক্ষমা করে দিয়েছিল। আজ প্রায় চার দশক পরে তাদের সহযোগীদের বিচারের কথা বলা হচ্ছে। সাধারণ ক্ষমার কথা ভুলে গিয়ে আবার জাতিকে হানাহানির দিকে ঠেলে দেয়ার অপচেষ্টা চলছে। ’
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।