আমার আমি......
চন্দন/ছন্দপতন মাধ্যমেই সামুর সাথে পরিচয় । একটা ফালতু মুভির রিভিউতে কমেন্টস করার জন্য রেজিস্টার করেছিলাম এখানে কিন্তু দেখি কমেন্টস করতে পারব না কারন পর্যবেক্ষনে আছি সাতদিনের জন্য । সাতদিন মনে হয় পুর্ণ হয়েছিল কয়েকমাস পরে তাও সামু বরাবর আবেদন করে যা আমি পেয়েছিলাম জীবনানন্দদাশের ছায়া নামক ব্লগারের একটি পোষ্টে । আস্তে আস্তে সামুর প্রতি নেশা চলে এসেছে আর পরিচিত হতে পেরেছি অনেক সুন্দর মানুষের সাথে । আমি এর আগে মানে প্রায় দেড়বছর আগে অন্য একটা ব্লগে রেজিস্টার করেছিলাম কিন্তু নিয়মিত হতে পারিনি সেখানে এবং সেখানে সামুর মত ছিলনা কোন নিয়ম-কানুন ।
তাই যেদিন সামুতে আমি কমেন্টস করার অধীকার বা প্রথম পাতায় এক্সেস পেয়েছিলাম সেদিন অন্যরকম অনুভুতি কাজ করেছিল । এই পোষ্টের উদ্দেশ্য আমার এক্সেস পাওয়ার ইতিহাস জানানো না । সমস্যা হল আমি আমার যে বন্ধুর মাধ্যমে এইখানের একজন গর্বিত ব্লগার হতে পেরেছি সে আমার থেকে পুরোনো ব্লগার হয়েও এখনো সেইফতো দুরের কথা কমেন্টস করার অধীকার পায়নি । তাই আমি তাকে বলেছিলাম জ়িবুদার পোষ্ট অনুসারে ফিডব্যাকে জানাতে, সে একাধিক বার জানায়েও কোন সুফল পায়নি বরং আজ সে জানাল তাকে ব্যান করা হয়েছে । অথচ সে ব্যান খাওয়া মত কোন পোষ্ট দেয়নি, আর কমেন্টস করার অধীকারতো নেই ।
আমি জানি না সামু কেন তাকে ব্যান করল, তবে এটা অনেক কষ্টের যে ৫, ৬ মাসের একটা নিক ব্যান করে দেওয়া । আমার জানামতে প্রত্যেক ব্লগারই তার নিককে অনেক ভালবাসে । যখন আশায় থেকে থেকে দেখে যে তাকে কোন কিছু না জানায়েই তার নিক ব্যান হয়ে গেছে, তখন তার থেকে দুঃখের আর কিছু আছে নাকি আমার জানা নেই ।
সামুতে প্রায় দেখা যায় অনেকে কয়েক ঘন্টায় প্রথম পাতায় এক্সেস পেয়ে যায়, আবার অনেকের নিককে কমেন্টস করার জন্য অপেক্ষা করতে হয় হয় বছর । আমি জানিনা সামু কিসের ভিত্তিতে এটা করে ।
যদি এটা অটোমেটিক সফটওয়্যারের মাধ্যমে করে তবে আমার মনে হয় সেটা ঠিক করা উচিৎ অথবা মডারেশন যদি ডিরেক্ট পর্যবেক্ষনের মাধ্যমে করে তবে পর্যনবেক্ষনটা সত্যিকার ভাবে করা উচিৎ । সামু ব্লগটা অনেক বড় এবং জমজমাট যা অনেক ব্লগেই দেখা যায় না, তাই সামুর কাছে এইধরনের ভুল আশা করা যায় না ।
আমার ধারনা এটা শুধু আমার বন্ধুর একার সমস্যা না, অনেকেই এইধরনের সমস্যায় পড়েন । অনেকে নিতিমালা পরিপন্থি কাজ করেও পার পেয়ে যান আবার অনেকে লঘু পাপে গুরুদন্ড পান । আবার অনেকে অনেক দিনের পুরোনো হয়েও কমেন্টস করতে পারেন না ।
আমি আশা করতেছি মডারেটর বৃন্দ একটু এই ব্যাপারে দৃষ্টিনিক্ষেপ করবেন এবং আমার বন্ধুর ব্যাপারটাও পুনরায় বিবেচনা করবেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।