আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীনফোন ও বাংলালিংক জড়ালো আত্মীয়তার বন্ধনে

হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়।

ভিম্পেলকম কিনে নিয়েছে ওয়েদার-কে। ওয়েদার হচ্ছে ওরাসকমের (৫৭.১%) মালিক। ওরাসকম হলো বাংলালিংকের ১০০% এর মালিক। গ্রামীনফোনের মালিক (৫৫.৮%) টেলিনর। আবার টেলিনর ভিম্পেলকমের (৩১.৯%) মালিক। সুতরাং প্রতিদ্বন্দী থেকে গ্রামীনফোন ও বাংলালিংক হয়ে গেল তালত ভাই!! ওয়েদার-এর একটি কম্পানীর নাম হচ্ছে WIND Italy. দাদা ওয়েদারের সাথে মিল রেখে বাংলালিংকের নাম আবহাওয়া সংক্রান্ত কিছু হতে পারে...নাম বদলে হয়ে যেতে “কালবোশেখী বাংলাদেশ”, বা আইলা...আরো বড় আকারে হলে সিডর......। দেখা যাক কি হয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.