আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপরাধের বিচারের নামে হানাহানি সৃষ্টির অপচেষ্টা হচ্ছে : খালেদা জিয়া



বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, যুদ্ধাপরাধের বিচারের নামে জাতিকে হানাহানির দিকে ঠেলে দেয়ার অপচেষ্টা চলছে। মুক্তিযুদ্ধের নামে দেশে রাজনৈতিক ব্যবসা হচ্ছে। মঙ্গলবার রাতে রাজধানীতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা এ অভিযোগ করেন। খালেদা জিয়া বলেন, প্রকৃত যুদ্ধাপরাধীদের ছেড়ে দিয়ে তাদের সহযোগীদের বিচারের নামে দেশকে হানাহানির দিকে ঠেলে দেয়া হচ্ছে। সাধারণ ক্ষমার কথা ভুলে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে।

মুক্তিযুদ্ধের নামে দেশে রাজনৈতিক ব্যবসা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, যুদ্ধের সময় যারা প্রবাস জীবনযাপন করেছে তারাই নিজেদের মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন সাজানোর চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা হচ্ছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বলেন, মুক্তিযোদ্ধা সনদ প্রদানের ক্ষেত্রে মহাজোট সরকার দলীয়করণ করছে। দেশের চলমান সঙ্কট ও প্রশাসনের অচলাবস্থার চিত্র তুলে ধরে তিনি বলেন, জাতির সামনে কেবল অন্ধকার। এ অন্ধকার থেকে মুক্তি পেতে হলে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। সেক্টর কমান্ডার ও বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এম হামিদউল্লা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সহ-সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন, হাফিজ উদ্দিন আহমেদ, সাদেক হোসেন খোকা, শিক্ষাবিদ অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, অধ্যাপক মাহবুবউল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.