আমাদের কথা খুঁজে নিন

   

সাভারে গার্মেন্টে শ্রমিক ছাঁটাই, কাজ বন্ধ

রোববার সকালে খাগান এলাকায় কাজল এপ্যারেলস ভিলেজ লিমিটেডে এ ঘটনার পর কাজ বন্ধ রয়েছে। তাবে কর্তৃপক্ষ কোনো ছুটি ঘোষণা করেনি বলে পুলিশ জানিয়েছে।
শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে শ্রমিকরা কারখানায় এসে প্রধান ফটকে অনিয়ম ও উচ্ছৃঙ্খলতার অভিযোগে ৬৪ জন শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ দেখে বিক্ষোভ শুরু করে।
বেলা ১১টার দিকে সব শ্রমিক বিক্ষোভ করতে করতে কারখানা থেকে বেরিয়ে চলে যায়। এ কারখানায় তিন হাজার শ্রমিক কাজ করে।
শ্রমিকদের বরাত দিয়ে তিনি আরো বলেন, গত ৭ অগাস্ট বেতন-ভাতা দেয়ার সময় কিছু শ্রমিক বিক্ষোভ করায় কর্তৃপক্ষ ৬৪ জনকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, ঈদের আগে বেতন-ভাতা বৃদ্ধিসহ কয়েকটি দাবি কারখানা কর্তৃপক্ষের কছে জানানো হয়েছিল। একারণেই ৬৪ জন শ্রমিককে নিয়ম বহির্ভুতভাবে ছাঁটাই করা হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।