হলমার্ক গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের স্ত্রী জেসমিন ইসলামের জামিন বাতিলে হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিন দফায় মোট ১১টি মামলার সব কয়টি জামিন বাতিল চাওয়া হয়েছে।
আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ৮টি মামলায় জামিন বাতিল চেয়ে আবেদন করেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান। এর আগে গত ১৩ আগস্ট ১টি ও ১৪ আগস্ট আরও ২টি মামলায় জামিন বাতিল চেয়ে আবেদন করেন তিনি।
দুদক সূত্র থেকে জানা যায়, হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় ১১টি মামলা হয়। গত ৪ আগস্ট জেসমিন ইসলাম প্রতিমাসে ১শ’ কোটি টাকা করে শোধ করার শর্তে বিচারিক আদালত থেকে সবগুলো মামলায় জামিন পান। সবগুলো মামলায় জেসমিন ইসলামের জামিন বাতিল চেয়ে পর্যায়ক্রমে হাইকোর্টে আবেদন করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।