আমাদের কথা খুঁজে নিন

   

হলমার্কের জেসমিনের জামিন বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল

দুর্নীতির ১১ মামলায় বহুল আলোচিত হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন কেন বাতিল করা হবে না, তার কারণ জানতে চেয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি মো. নিজামুল হক এবং বিচারপতি কাশিফা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। দুই সপ্তাহের মধ্যে জেলা প্রশাসক ও জেসমিন ইসলামকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। জেসমিনের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল।

মাসে ১০০ কোটি টাকা দেওয়ার শর্তে গত ৪ আগস্ট নিম্ন আদালত থেকে জামিন পান জেসমিন ইসলাম। পরে ওই জামিন বাতিল চেয়ে হাইকোর্টে যায় দুদক। হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, তার স্ত্রী চেয়ারম্যান জেসমিন ইসলামসহ মোট ২৭ জনকে আসামি করে গত বছরের ৪ অক্টোবর ১১টি মামলা করে দুদক। এতে পরস্পর যোগসাজশে সোনালী ব্যাংকের হোটেল রূপসী বাংলা শাখা থেকে মোট দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্দসাতের অভিযোগ আনা হয়।

আসামিদের মধ্যে হলমার্কের সাত ও সোনালী ব্যাংকের ২০ জন কর্মকর্তা রয়েছেন। আর জেসমিনের বিরুদ্ধে ১১টি মামলায় ১৫ কোটি ৬৪ লাখ টাকা আত্দসাতের অভিযোগ আনা হয়। গত বছরের ১৭ অক্টোবর জেসমিনকে গ্রেফতার করা হয়।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.