আমাদের কথা খুঁজে নিন

   

হলমার্ক চেয়ারম্যান জেসমিনের জামিন

হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন মঞ্জুর করছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

আজ ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এই জামিন মঞ্জুর করেন। গত ৭ ফেব্রুয়ারি একই বিচারক তার জামিন মঞ্জুর করেন। কিন্তু হাইকোর্টে এক আইনজীবীর রিট আবেদনের কারণে গত ১৭ ফেব্রুয়ারি তিনি জামিন বাতিল করেন।  

এরপর গত ১৯ ফেব্রুয়ারি এ আসামি আত্মসমর্পন করলে একই আদালত তার জামিন নামঞ্জুর করে ফের কারাগারে পাঠান।

সম্প্রতি হাইকোর্টও তার জামিন নামঞ্জুর করেন।  

জানা গেছে, মামলায় দুর্নীতির ছাব্বিশ কোটি টাকার মধ্যে প্রত্যেক মাসে একশ কোটি টাকা পরিশোধের শর্তে ওই জামিন মঞ্জুর করেছেন বিচারক।  

গত বছর ১৭ অক্টোবর মানিকগঞ্জ সার্কিট হাউজের পেছনে বেওথা রোডের ১০ নম্বর বাসা থেকে গ্রেপ্তার হন জেসমিন ইসলাম। জেসমিন মামলাগুলোর প্রধান আসামি হলর্মাক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদের স্ত্রী।  

বহুল আলোচিত হলর্মাক গ্রুপের এ ঋণ কেলেঙ্কেরির ঘটনায় এ দুই আসামিসহ মোট ২৭ জনের বিরুদ্ধে গত বছরের ৪ অক্টোবর সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখার দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে ১১টি মামলা করে দুদক।

আসামিদের মধ্যে হলমার্কের ৭ জন এবং সোনালী ব্যাংকের ২০ জন কর্মকর্তা রয়েছেন।  

মামলাগুলোয় জেসমিন ইসলামের বিরুদ্ধে ১৫ কোটি ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.