আমাদের কথা খুঁজে নিন

   

সাভারে রানা প্লাজা বিপর্যয় ঘটার পর এপর্যন্ত আলোচিত উক্তি

ভালবাসি ১. এমপি ইসরাফিল : রানা যুবলীগ নেতা, ঘটনার দিন সে হরতাল িবরোধী মিছিল করতে যুবলিগের নেতা-কর্মীদের এই ভবনে জড়ো করেছিল ২. প্রধানমন্ত্রী বলছেন : রানা ডুবলীগের কেই না। সাভার যুবলীগ কমিটিতে রানার নামই নেই। (সংসদে দাঁড়িয়ে) ৩. স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন : হরতাল সমর্থকদের ফটক আর স্তম্ভ ধরে 'টানাহেচড়ায়' সাভারের রানা প্লাজা ধসে পড়তে পারে। (প্রথম আন্তর্জাতিক, পরে দেশীয় গণমাধ্যমকে) ৪. দেশের সব গণমাধ্যম বলছে : রানা প্লাযার মালিক সোহেল রানা সাভার যুবলীগের যুগ্ন আহবায়ক। ৫. গোজব আছে সাভারে রানা প্লাজায় নিহতদের ঘোম করা হচ্ছে ৬. সাভার জিওসি বলেছেন : উদ্ধার কাজে সেনা, বিমান, রাব, পুলিশ, ফায়ারসার্ভিস এবং ছাত্রলীগ ও যুবলীগ অংশ নিয়েছে। বিশেষ ভাবে ধন্যবাম দিয়েছেন মানণীয় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা কে। × × × (স্থানীয় জনগণ ও বিভন্ন সংগঠনের শত শত কর্মীর কোন অস্থিত্ব নেই। এনাম মেডিক্যালের কথাও স্মরণ করা হল না)  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।