আমাদের কথা খুঁজে নিন

   

ইয়াবা সেবন, সন্তান এর কাছে বাবা-মা খুন আলট্রা মডার্ণ সমাজ ও অধঃপতন। ধর্মীহীনতা চর্চা এর জন্য দায়ী বলে মনে করি।

বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন

পত্রিকায় পড়লাম ইয়াবা খাওয়ার জন্য নিজ মেয়ে বন্ধুদের সহায়তায় খুন করেছে বাবা মাকে। এই ধরনের কু-সন্তান কি অন্য পরিবারগুলিতে তৈরি হচ্ছে না? এদের তৈরি করার জন্য দায়ী কে? রাষ্ট্র, সমাজ, পরিবার, বাবা মা, নাকি সবাই? আমাদের সমাজে আগে একটি মুসলিম সন্তান জন্ম নিলে তাকে জন্মের দিন তাঁর কানে পবিত্র কালিমা ও আজান শুনানো হতো। একটু বড় হলে তাকে মক্তবে পাঠানো হত যেখানে সে কোরআন, হাদিস, নামাজ, রোজা, হালাল-হারাম, ভাল-খারাপ, পর্দা-অশ্লীলতা, ছোটদের স্নেহ, গুরুজনের সন্মান, মা বাবার মর্যাদা, গরীবের প্রতি দয়া মায়া ইত্যাদি নানা নৈতিক বিষয়ে কিছুটা জ্ঞান লাভ করত। এর পর তাকে স্কুলে পাঠানো হলেও তাঁর ভিতরে কিছুটা হলেও নৈতিক জ্ঞান থাকত। এখন আলট্রা প্রগতিশীল পরিবারে একটি শিশু জন্ম হলেই তাঁর কানে দেয়া হয় বিদেশি সংস্কৃতির হিন্দি ইংরেজি গান। ছোট থেকেই নিজ ঘরে বাবা মার সাথে দেখতে থাকে বিদেশি সিরিয়াল, সিনেমা, কার্টুন ও নাচ গান। কচি বয়স থেকেই শিখতে থাকে বন্ধুরা মিলে আড্ডা, মদ সেবন, উম্মত্ত আনন্দ, হই-হুল্লা, পরকিয়া-অশ্লীলতা, পিতা মাতা ও গুরুজনের সাথে বেয়াদবি ও তর্ক। আর এই সকল অনৈতিক কাজগুলির চর্চাও চলতে থাকে ইংলিশ মিডিয়াম ও আধুনিক স্কুলে, প্রাইভেট ভার্সিটিতে। জীবন হয়ে পড়ে যেনতেনভাবে শুধু টাকা কামানো আর যেনতেনভাবে আনন্দ উল্লাস এর ক্ষেত্র!!!! এর ফলাফল পশ্চিমা দেশের মতো আমাদের দেশেও দেখে দিচ্ছে, ইদানিং একটু বেশীই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.