আমাদের কথা খুঁজে নিন

   

টেকনাফে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার নাফনদীস্থ জালিয়ারদিয়ায় এ ঘটনা ঘটে। নিহত নূর মোহাম্মদ (৩৫) টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার প্রয়াত আবুল কাসেমের ছেলে।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

টেকনাফ থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, নূর মোহাম্মদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী।

জালিয়ারদিয়ায় র‌্যাবের সঙ্গে ইয়াবা ব্যবসায়ীর বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ নূর মোহাম্মদকে টেকনাফ হাসাপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর কাজি রাশেদুল আলম জানান, ইয়াবা আসার খবর পেয়ে জালিয়াদিয়াস্থ নূর মোহাম্মদের চিংড়ি ঘের এলাকায় গেলে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করা হয়। র‌্যাবও পাল্টা গুলি করে।

এক সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নূর মোহাম্মদকে উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে একটি দেশে তৈরি এলজি, দুই রাউন্ড কার্তুজ, একটি বিদেশি পিস্তল, একটি খালি খোসা ও তিন হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.