আমাদের কথা খুঁজে নিন

   

চিলের ছায়া

আমি উঠে এসেছি সৎকারবিহীন
সেদিন এই রোদে পোড়া সংক্ষিপ্ত জনপদ থমকে গিয়েছিলো ক্ষণিকের জন্য; কারো হাতে ধরা চায়ের কাপ এসে থেমে গিয়েছিল ঠোঁটের আগায়; প্লাস্টিকের বলটা ফেলে দিয়ে আকাশপানে চেয়েছিল কোন শিশু; ঘোমটা সরে বেরিয়ে পড়েছিল কোন এক শামসুন্নাহারের মেচেতা পড়া মাঝবয়েসী মুখ; ছানি পড়া চোখে সেদিকে চেয়ে লুঙ্গির খুঁট চেপে ধরে দীর্ঘশ্বাস ফেলেছিল অশীতিপর কেউ; শ্রান্ত বালকের ঘাড় থেকে খসে পড়েছিল স্কুলব্যাগ; ভাজা ইলিশের গন্ধ এসে থমকে গিয়েছিল কোন রান্নাঘরের জানালায়; লেজ নামিয়ে কান'দুটো ঝুলিয়ে কাল কুকুরটা আকাশপানে চেয়েছিল; ধানের ক্ষেতে ঢেউ বইয়ে দেয়া দুরন্ত বাতাস ছিল হঠাৎ স্থির; এমনকী মেঘের তালাশে অনবরত গোত্তা খেতে থাকা এক ঘুড়িও থমকে গিয়েছিল মাঝ আকাশে। সূর্যের খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছিল রূপালী ডানার এক চিল; তার পালক বেয়ে উজ্জ্বল আঁধার ঝরে যাচ্ছিল ফোঁটায় ফোঁটায়। সেই বিশাল উড়ন্ত চিলের ছায়ায় ভিজে গিয়েছিল কেউ কেউ। -1st draft October 5, 2010
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.