আমাদের কথা খুঁজে নিন

   

"স্বপনে স্বপ্নচারী আসে"

We have a best in our self and I have unlashed mine. YEAH, I FEEL COOL!!!

দিনে দিবাস্বপ্ন দেখে ক্লান্ত হলে রাত নিশায়, শয়নমন্দিরে দীপ জ্বেলে আমি থাকি ঘুমের ঘোরে, আমার স্বপনে স্বপ্নচারী আসে, আসে স্বপনে। সুখস্বপ্নে আসে স্বপ্নিল বেশে কাছে ডাকে ইশারায়, আমার দু চোখে হাত বুলিয়ে স্বপ্নকে রঙ্গিন করে, বসে আমার পাশে কথা বলে সে কানে কানে। অনুকূল স্বপ্নে তাকে কাছে পাবার আশায়, বনফুল তোলে বাসর সাজাই বরচন্দন আগরে, তারে দেখার ছলে আমি চলি স্বপনের ভূবনে। Monday, 4 October 2010 গানটা গত রাতে লিখেছিলাম। হায়রে হায়, গান লিখতে যে এত মগজ ঘামাতে হয় আমি আগে জানতাম না।

এই গানের পিছনে আমি প্রায় ৮/১০ ঘন্টা কাটিয়েছি। এখন আপনারা দেখেনতো গানটা হয়েছে কি না। সুর দিয়েছি কিন্তু এই গান গাইতে হলে আমাকে ওস্তাদ হতে হবে মানে ওস্তাদ আব্দুলহাক। যা আমি হতে পারবনা। মানে এটাকে গান না বলে কবিতা অথবা কোবতে বলতে হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।