যখন তোমাকে বিদায় দিয়েছি
তখন সন্ধাবেলা। মধ্য আকাশে দিনের আলোর বিদায় নেবার পালা।
নক্ষত্রের আশ্রু ভেজা রাত মেলেছে ডানা।
একে একে সব ফিরে গেছে ঘ রে
যুবতী তারার জোছনার ভীড়ে,
আমার যে ছিল অনেক জানার
ছিলনা মানা কোনই তোমার:
ছন্দমেলার কারিগর তুমি
তবু গেছ ছন্দ ফেলে।
আমার গদ্যময় পদ্যের ভীড়ে কি তুমি খুজেছিলে?
যেখানেই যাও পিছু ফেরোনি,
আমিও তোমাকে দুবার ভাবিনি,
তবু কেন আজ ভোরের আলোতে
তোমাকে স্বপ্নে দেখা!
বুঝিনি কিছুই,শুধুই বুঝেছি এ স্বপনে স্বপ্ন দেখা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।