যায় দিন যায়.....
স্বপনে দ্রোহে ছিনু কি মোহে
জাগার বেলা হলো
যাবার আগে শেষ কথাটি বোলো...বোলো
ফিরিয়া চেয়ে এমন কিছু দিও
বেদনা হবে মরম রমনিও
আমার মনে রহিবে নিরব ধীর বিদায় ক্ষনে
খনেক তোরে যদি সজল আখি তোলো
যাবার আগে শেষ কথাটি বোলো...বোলো
নিমেষ হারা এ শুকতারা এমনি ঊষা কালে
উঠিবে দূরে বিরহাকাশ ভালে
রজনী শেষে এই যে শেষ কাঁদা
বীণার তারে পরিলো তাহা বাঁধা
হারানো মনে স্বপনে বাঁধা রবে
হে বিরহি নীল
আপন হাতে তবে
বিদায় দ্বার খোলো
যাবার আগে শেষ কথাটি বোলো...বোলো
-----------------------------------------
কন্ঠ: মিতা হক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।