আমাদের কথা খুঁজে নিন

   

মহাসেন কার গজব : আলেম হত্যার প্রতিশোধ আল্লাহর

শানিত কর সংস্কৃতির চেতনায় আমার এক হেফাজত সমর্থক বন্ধুর সঙ্গে কথা বলে মারাত্মক সব তথ্য পেলাম। ওপরের শিরোনামের দ্বিতীয় অংশ তার। তিনি প্রথম শুরু করলেন এভাবে। মহাসেন বাংলাদেশের ওপর হামলে পড়বে। অনেক হিসাব আছে।

বাংলাদেশের ওপর দিয়ে যাবেই। কারণ আর যাইহোক তারা সবাই আলেম মানুষ। তাদের এভাবে হত্যার করার একটি প্রতিশোধ অবশ্যই হবে। বললাম এটাতো ভারতের ওপর দিয়ে যেতে পারে? আলেম হত্যার পুরো নীল নকশাতো ভারতের। তাই বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পড়বে।

বললাম বাংলাদেশেই শেষ হয়ে যেতে পারে। না তা যাবে না। আর ভারত একটা মোক্ষম শিক্ষা পাবে। আল্লাহ তার প্রতিনিধিদের হত্যা করার প্রতিশোধ পৃথিবীতে বারবার নিয়েছে। আমেরিকায় স্যান্ডি আছড়ে পরেছে।

প্রতিশোধ দেখে আমেরিকাও শিক্ষা নিয়েছে। ওই ঘটনার পরে নিউইয়র্কে মুসলিম হওয়ার ঘটনা অনেক বেড়েছে। বললাম ধর্মান্তর হওয়ার ঘটনা বেড়েছে এটা কোথায় পেলেন। অনেক মিডিয়ায় এসেছে। বললাম কয়েকটির নাম বলুন।

আছে ইন্টারনেটে খুজে নাও পাবা। বললাম আচ্ছা। পরে বললাম মহাসেনের ক্ষয়ক্ষতি সিডর বা সুনামির মত নয়। উত্তর- অপরাধও কিছুটা ছোট। বললাম সিডর কার অপরাধ ছিল? ওটা একটা স্বাভাবিক ঝড় ছিল।

বললাম আচ্ছা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।