নিরবতার মাঝেও অনেক কথা লুকিয়ে থাকে,এই কথা বুঝতে সবাই পারেনা,অথবা হয়তো বুঝতে চায়না ।সম্র্পক পুরোনো হলেও এর গভীরতা যে একটুও কমেনা তা আমি বেশ বুঝতে পারছি ।আমাদের সম্র্পকের আজ পাঁচ মাস একুশ দিন ।এই দিনগুলোর কিছু সময় ছিলো আনন্দের ,স্বপ্নের মতো সুন্দর,আর কিছু সময় ছিলো অসম্ভব কষ্টের,যা আমরা দুজনেই পেয়েছি হয়তো আমাদের নিজেদের ভূলে অথবা এটা হয়তো আমাদের প্রয়োজন ছিলো নিজেদের আরো ভালোভাবে উপলব্ধি করার জন্য.......
ভালোবাসা,আসলেই খুব অবাক করা একটা জিনিস,এমন একটা কিছু যা কিনা ধরা -ছোঁয়ার বাইরে,প্রতিটিক্ষণ মনটাকে আচ্ছন্ন করে রাখে বিশেষ মানুষটির জন্য,তাকে ঘীরেই যেনো সব কিছু আর্বতিত হতে থাকে,অন্য কোন ভাবনা আসার কোন অবকাশ নেই ।
আমি আমার সজল কে অনেক অনেক বেশি ভালোবাসি । আমার ভালোবাসা থেকে সৃষ্ট কিছু পাগলামি হয়তো মাঝে মাঝে ওর বিরক্তিরকারণ হয়েছে,কিন্তু ও কি জানেনা যে আমি ওকে কি প্রচন্ড ভালোবাসি...........আর এইসব কিছু সেটারই বহি:প্রকাশ !!
আমার শুধু একটাই ভয় তা হলো সজলের পাগলামোগুলো,যা কিনা ওকে জ্বালায়,পোড়ায়,ওকে এলোমেলো করে দেয় এবং আমাকে কাঁদায়...এই সবকিছু ও কোনোভাবেই দূর করতে পারছেনা,এগুলোই এখন আমার প্রতিদ্বন্দি,যা আমাদের দুজনের কষ্টর কারণ!!!
কিন্তু আমি হার মানবোনা,আমি শেষ পর্যন্ত চেষ্টা করেই যাবো এবং আমার সজলকে তার অনিচ্ছাকৃত এবং অনিয়ন্ত্রত এই পাগলামো থেকে দূরে সরিয়ে আনবোই, ওকে কষ্টে দেখতে যে আমার কি ভীষন কষ্ট হয় তা হয়তো ওকে বুঝাতে আমি একটু হলেও পেরেছি.........
সজল তুমি শুধু আমার প্রতি বিশ্বাস রেখো আর আমাকে ভালোবেসো এখনের মতোই সবসময়,আমরা একদিন সব কষ্ট,সব পাগলামো,সব সমস্যা কে হার মানিয়ে তোমার স্বপ্নের সেই গ্রামের বাড়িটি গড়ে তুলবো ভালোবাসা দিয়ে.............তুমি শুধু আমার হাতটা ছেড়োনা.............দূরে সরিয়ে দিওনা ভূল বুঝা ভূলে..........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।