কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে
ঘটনা অনেক আগে থেকেই চলছে..।
আরে বাবা বুজলাম তো তুমি আমাকে ভালোবাসো। আমিও তোমাকে ভালোবাসি। তো
তো । তো মানে কি।
ভালোবাসি তাই বলেছি ভালোবাসি। এতে তো বলার কি হলো। তো বলবো না তো কি বলবো। বিগত ৫ বছর যাবৎ এই কথা শুনতে শুনতে পাগল হয়ে গেছি।
সত্যি তুমি পাগল হয়ে গেছো।
তার মানে আমি তোমাকে এতো ভালোবাসা দিয়েছি যে তুমি পুরা পাগল হয়ে গেছো।
কি জ্বালা। তুমি আমার সাথে ইয়ারকি করো। আমি কি তোমার বেয়াইন হয়। তুমি আর আমাকে ফোন করবেনা।
কোন দিন কল করবে না। আমার কথা বলতে ইচ্ছে করলে আমি তোমাকে কল দেবো।
সরি ইয়ে .......... রাগ করে না। আর এমন করবো না। এই যে কানে ধরে বললা আর কোন ফাজলামো করবো না।
হয়েছে এই কথা শুনতে শুনতে আমার কান ব্যাথা হয়ে গেছে..।
তোমার কানে ব্যাথা ... আম্মু কই ডাকো এক্ষণই ডাক্তার এর কাছে যাও। নাহলে আবার উল্টাপাল্টা করে ফেলবে...।
এই আবার শুরু হলো। করো তুমি যতো পারো ফাজলামো একা একা করো।
আমি মোবাইল বন্ধো করে রাখলাম। খবরদার আম্মার নাম্বার কল দেবে না। আল্লাহ হাফেজ..
দশ মিনিট পর...
কি আমি লাইন কেটে দিয়েছি তাই আর কল করার নাম নাই। ও আমি আমার সাথে কথা না বল্লে তোমার টাকা বাচে। টাই না থিক আছে আর কোন যদি আমি তোমার কল ধরছি তবে আমার নাম .....।
ভালো থাকো তুমি । সুখে থাকো। আমাকে আর কল দেবে না।
৫ মিনিট পর...
একটা মেসেস এলো.. তুমি আমাকে একটু ও ভালোবাসো না । শুধু আমার সাথে ফাজলামো করো।
দেখো একদিন আমি হারিয়ে যাবো। কোন আমাকে খুজে পাবে না। ...।
ঘটনা চলতেছে...।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।