স্মৃতির মতো জ্বালাময় আর কিছুই নাই এই পৃথিবীতে ।এই স্মৃতি নামক শব্দ টা যদিও খুব ছোট কিন্তু এর গভীরতা যে কতটুকু তা আসলেই বলা খুবই কষ্টের...এটা হয়তো কম বেশি সবাই বুঝে,কারণ এমন কেউ নেই যার জীবনে স্মৃতি 'র উপস্থিতি নাই.....
সজল,যাকে আমি খুব ভালোবাসি,ওকে আমি হারিয়ে ফেলেছি,কোন এক অজানা ভূলের ঝড়ে আমি ওকে হারিয়ে ফেলেছি!!!আমি হাত বাড়িয়ে ওকে খোঁজার,ওকে আগের মতো কাছে আনার অবিরাম চেষ্টা করেই চলেছি,কিন্তু ওর মনকে ,ওর সিদ্ধান্তটিকে বদলাতে পারছিনা কিছুতেই,কি ভূলে আমার এই শাস্তি তা আমি জানিওনা!!!!!!!
আমি তোমাকে যে পরিমান ভালোবাসি সজল,সেই হিসেবে আমি আমার অজান্তে যদি কোন ভূল করেও থাকি তোমারতো উচিত আমার ভূলটাকে শুধরে দেয়া যেনো এমনটা আর না হয়,কিন্তু তুমি দূরে চলে যেয়ে এ কেমন জ্বালাময় শাস্তি দিচ্ছো আমায়,আমি কি এতোই বড় কোন ভূল করে ফেলেছি,যেটার কাছে আমার এতোদিনের ভালোবাসা কে তুমি হার মানিয়ে দিলে????
আমার মতো করে এতো ভালো কেউ বাসতে পারবেনা তোমাকে আমি তা হলফ করে বলতে পারি,তোমার কি একবারো আমার কথা মনে পড়েনা সজল?তুমি নিজে এসেও কখনো যদি বলো যে আমাকে তোমার মনে পড়েনা আমিতো সেটাও বিশ্বাস করতে পারবোনা...তোমাকে আমি আমার মনের সবটুকু অনুভূতি দিয়ে ভালোবেসেছি,আমার এই অনুভূতির মধ্যে একরত্তিও মিথ্যার স্থান ছিলোনা,তবে কেনো আমাকে এভাবে দূরে ঠেলে দিলে বলতে পারো???
আমি এখনো ফোনের রিং শুনলেই ছুটে যাই,তুমি ফোন করেছো ভেবে....আমি কোথায় গেলে তোমাকে খুঁজে পাবো জানিনা,কিন্তু প্রতিটি সময় আমার এই মনটা তোমাকে খুঁজে ফিরছে, আমি যে কোন ভাবেই নিজেকে বুঝাতে পারছিনা যে তোমাকে আমি হারিয়ে ফেলেছি!!!!!!
আমার প্রতিক্ষার প্রহরগুলোর সমাপ্তি ঘটিয়ে তুমি এবার ফিরে এসো সজল ফিরে এসো........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।