আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?
তোমাকে বঞ্চিত হতে দেখি
সেটাই আমার কষ্ট:
আমার জন্ম ব্যর্থ হলো
তুমি জানলেনা-
এই সুন্দর ফুলটি
শুধু তোমারই জন্য ফুটে থাকে।
একদিন-
এই বনপথ দিয়ে যাবে তুমি
দেখবে সেদিন
ফুলটি খসে পড়েছে
পায়ে চলা পথের উপর:
সেই শুকনো ফুল পায়ে দলে
চলে যাবে তুমি:
সেই অমোঘ নিয়তির জন্য
অপেক্ষা করাই আমার জীবন।
তুমি যেন আলেকজান্দ্রিয়ার গোলাপ
দিনের বেলায় সাদা, রাতে রঙ্গীন:
তবুও দ্যাখো, কেমন মানুষ আমি
শুধু তোমাকেই ভালোবাসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।