কে বোঝে কতটা বিষন্ন অনন্ত এই চন্দ্রায়ণ
১
তৃপ্ত একটি দীর্ঘ শ্বাস
থেকে পরবর্তী দীর্ঘশ্বাসের মধ্যবর্তী
কিছু আংশিক মুহূর্তের
কিছু পূর্ণ, কিছু পূর্ণতার আশে-
কিছু আশ্বাস, কিছু বিশ্বাস।
অথবা,
আরেকটি দীর্ঘ শ্বাসের জন্য
প্রতি নিয়ত শ্বাস থেকে
শ্বাস চুরি করা।
মানে স্বপ্নও মানে আমিও-
মানে তুমিও,
মানে মুক্তি কোথায়?
২
দীর্ঘশ্বাস থেকে বহু বহু দূরে গিয়ে
পাহাড়-নদী, সবুজ, শিশির, লোভ,
হিংসা, আত্ম-লিপ্সা, ভালবাসা-আদর,
কাছে আসার সব আয়োজন,
ভাল-মন্দের সকল পিছু টান,
চন্দ্র-সূর্য, রাত
অথবা,
কাকডাকা ভোরের হাত ছানি
হতে বহু দূরে গিয়ে
নিয়ত নিশ্বাসের হাত থেকে
কবে আমি পাবো মুক্তি।
কবে আমি বলতে পারবো
আমি স্বাধীন!
অথবা,
আমি মৃত..
[ছবি:ইন্টারনেট]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।