আমাদের কথা খুঁজে নিন

   

বিক্ষিপ্ত ভালবাসা

দুঃখের মাঝে জন্ম আমার পাইনি সুখের সাড়া, দুঃখ আমার জীবন সাথী আমি সর্বহারা।...

বিক্ষিপ্ত ভালবাসা.রোমি খান তোমার দেয়া কষ্ট পেতে পেতে আজ আমি বিক্ষিপ্ত ভালবাসার এক প্রেমিক । ভাল যদি না-ই বাসতে চাও তবে, ভালবাসার আশা দাও কেন ? এক সময় জীবন দিয়ে ভালবাসতে আমাকে পরে চলে গেলে ব্যাথা,আর যন্রনা দিয়ে । সেই ব্যাথা আর যন্রনা সহ্য করতে করতে আজ আমার ভালবাসা ক্ষত বিক্ষত । এই বিক্ষিপ্ত হ্বদয় নিয়ে আমি আর কত কষ্ঠ পাবো ?আর কত ব্যথা পাবো ? আর কত কাদবো ? কষ্ঠ আর ব্যাথায় আমার হৃদয় যে ভেঙে গেছে সেকথা তোমাকে জানিয়েছিলাম কিন্তু তুমি বলেছিলে................. কিছু ভেঙে গেলে তা আবার জোড়া লাগানো সম্ভব । সেই থেকে জোড়া লাগানোর চেষ্টা করলাম আমার ক্ষত বিক্ষত ভাঙা হৃদয়টাকে । এক সময় জোড়া লাগাতে পেরেছি ঠিকই কিন্তু ভাঙা দগটা ? মুছতে পরিনি আজও..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।