আমাদের কথা খুঁজে নিন

   

বিক্ষিপ্ত সব ভাবনা

আতলান্তিকের এ পার হতে ও মন কাঁধে, যেখানে মন ভরে উঠে মাঠির সোঁদা গন্ধে -সে আমার জন্মভূমি বাংলাদেশ

১। কথায় কথা বাড়ে রাঁধা রাঁধে ভাত কৃষ্ণ বাজায় বাঁশী রাবণ কোন জাত? ২। কাকের শরীরে পাপের পালক সোহাগের চুমা সহে না বালক আবেগে জ্বলে উঠে এক ঝলক রক্ত চোক্ষে চেয়ে থাকে অপলক। ৩। যে পাত্রে ঝরে স্নেহের জল সে পাত্র মোর ভাঙ্গে অভাগার স্নেহ ফুল তবে ভেসে যাক মরা গাঙ্গে। ৪। স্নেহের ফুলে যদি দোলে উঠে তরঙ্গ চুমা সোহাগের হাত বুলিয়ে বলি ঘুমা চুমা ঘুমা কলি যুগ শুরু, কে মানে গুরু ফুল-পল্লব শুন্য এ যে বিরাণ মরু অযাচিত শেয়াল ডাকে দুরের কণ্ঠক বনে কে মেলাবে কণ্ঠ তবে ঐ ভন্ডের সনে? ৫। ফুলের রঙ দেখি না আর ছানি পড়া চোখে সুবাসটুকু বুঝে ফেলি ঠিক হৃদয়ের ঘ্রানে নারীর রুপে আর কাঁপে না হৃদয় এক নারীতে যেন জীবন পার হয় যৌবনের রসটুকু শুধু ধরে আছি মনের কোণে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।