আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের সীমানায় বোরকা পরতে বাধ্য করা যাবে না



ঢাকা, ৪ অক্টোবর (শীর্ষ নিউজ ডটকম): বাংলাদেশের সীমানায় কাউকে বোরকা পরতে বাধ্য করা যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে নাটোরের রাণী ভবানী সরকারি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হকের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে এবং তাকে সাময়িকভাবে বরখাস্ত করার জন্যও বলা হয়েছে। সোমবার বিচারপতি এএইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বোরকা পরতে বাধ্য করা যাবে না বলে গত ২৬ আগস্ট দেয়া রুলের নিষ্পত্তি শেষে এ রায় দেন। রায়ে বলা হয়, কোন ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা যাবে না। প্রত্যেক নাগরিকেরই ধর্ম পালন করার স্বাধীনতা রয়েছে।

১৯৭২ সালের সংবিধানের ৪ মূলনীতির অন্যতম হলো ধর্ম নিরপেক্ষতা। যা ইতিমধ্যে সংবিধানে প্রতিস্থাপিত হয়েছে। উল্লেখ্য, গত ২২ আগস্ট একটি দৈনিক পত্রিকায় বোরকা পরে আসতে মানা শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হলে হাইকোর্ট গত ২৬ আগস্ট কোন শিক্ষা প্রতিষ্ঠানে এবং অফিসে বোরকা পরতে বাধ্য করা যাবে না মর্মে নির্দেশ দেয় এবং রাণী ভবানী কলেজের অধ্যক্ষের প্রতি রুল জারি করে। সোমবার ওই রুলের নিষ্পত্তি শেষে আদালত এ রায় ঘোষণা করে। অধ্যক্ষ মোজাম্মেল হকের পক্ষে শুনানি করেন এডভোকেট খলিলুর রহমান।

Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.