আমাদের কথা খুঁজে নিন

   

‘মানসিক রোগীকে’ গণপিটুনি, বাঁচাতে গিয়ে হামলার শিকার পুলিশ

সোমবার বিকেলে কিসমত করিমপুর এলাকায় এ ঘটনার সময় উত্তেজিত জনতা পুলিশের একটি পিকআপ ভাংচুর করে।
গণপিটুনির শিকার গুরুতর আহত শহরের ফকিরপুর এলাকার মমিনুল হকের ছেলে ও নোয়াখালী সরকারি কলেজের ডিগ্রি চুড়ান্ত বর্ষের সাহেদ বোরহান উদ্দিনকে (২২) নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত পুলিশ সদস্যদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বেগমগঞ্জ থানার ওসি নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মানসিক সমস্যার কারণে কয়েকদিন আগে বোরহান উদ্দিনকে (২২) হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার কাউকে না জানিয়ে বোরহান হাসপাতাল থেকে চৌমুহনী পৌরসভার মণ্ডলপাড়ায় বোনের বাড়িতে বেড়াতে যান।
সোমবার বিকেলে কিসমত করিমপুর এলাকায় ঘুরতে দেখে স্থানীয় লোকজন ডাকাত সন্দেহে আটকের পর গণপিটুনী দেয়।
ওসি নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ আহত বোরহানকে উদ্ধার করে নিয়ে আসার সময় উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায়।
এ সময় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন, কনস্টেবল জমির উদ্দিন, মুজিবর রহমান ও গাড়ি চালক মুজিবর আহত হন। পুলিশের পিকআপটিও ভাংচুর করা হয় বলে জানান ওসি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.