আমাদের কথা খুঁজে নিন

   

তোমার নতুন কাপড়ের রহস্য কি?????

শেষ পর্যন্ত সংবাদ সন্মেলন করে বলতে হল........ তার নতুন কাপরের রহস্য। এক পক্ষ বলছে নাটক আর এক পক্ষকে প্রমাণ করতে হচ্ছে এটা নাটক না। আমার মোটা মাথা কিছুতেই বুঝতে চাচ্ছে না নাটক করেই বা লাভ কি হইল আর প্রমান করার ই বা কি হইল!!!!!!!!!!!!! ""'সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচে ১৬ দিন আটকে থাকা রেশমা আক্তার সাংবাদিকদের কাছে বলেছেন তার ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা। উদ্ধারের তিনদিন পর সোমবার সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে সাংবাদিকদের সামনে আসেন এই পোশাক শ্রমিক। রেশমা জানান, তিনি যেখানে আটকে ছিলেন, তা ছিলো একটি কাপড়ের দোকান।

নিজের পরনের কাপড় ছিড়ে যাওয়ায় ওই দোকানের একটি পোশাক পরে নিয়েছিলেন তিনি। “ভবন ধসের পর হামাগুড়ি দিয়ে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে ফাঁকা একটি স্থানে আসি। অন্ধকারে বুঝতে পারছিলাম না, কোথায় আছি। এর মধ্যে গত শুক্রবার উদ্ধারকারীদের সাড়া পেয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেন রেশমা। “তারা একটি ছোট টর্চ লাইট দেন।

সেই টর্চের আলোতে দেখি আমি যেখানে আছি, তা একটা কাপড়ের দোকান। হামাগুড়ি দেয়ার সময় আমার কাপড়গুলো ছিড়ে গিয়েছিলো। বেরিয়ে আসার আগে কাপড় পাল্টে ফেলি। ” রেশমা বলেন, “কখনো ভাবতে পারিনি, জীবিত বের হতে পারবো। আটকে থাকার সময় শুধু আল্লাহকে ডেকেছি।

” দিনাজপুরের এই নারী জানান, ২০১০ সালের জুনে ঢাকায় আসেন তিনি। রানা প্লাজায় তার বেতন ছিলো ৪ হাজার ৭০০ টাকা। " (বিডি নিউজ) ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.