রোববার সন্ধ্যায় কালিয়াকৈর বাজারে একটি ঝটিকা মিছিল শেষে বাসে করে সফিপুর বাজারের দিকে আসার সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালিয়াকৈর বাজার এলাকায় ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টা করার অভিযোগে একটি বাসে তল্লাসী চালিয়ে ১৫ জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- জিয়াউর রহমান (৩০), গোলাম সারোয়ার (৩৫), আলমগীর হোসেন (২৫), আজাদ (৩০), মো. মানিক (৩৫), মো. আসাদুল্লাহ (৩০), আনোয়ার হোসেন (৩৫), তরিকুল ইসলাম (৩০), আব্দুল মান্নান (৩৫), মোস্তাফা কামাল (৩০), ফয়সাল কবীর (৩০), সফিকুল ইসলাম (৩৫), আবু সালেহ (৩৫), মাজেদ হোসেন (২৫), আব্দুল মান্নান (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় জামায়াত-শিবিরের শতাধিক নেতা-কর্মী কালিয়াকৈর বাজারে মিছিল শেষে ন্যাশনাল ব্যাংকসংলগ্ন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে।
এতে উপজেলা জামায়াতের সভাপতি মো. সফি উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা হারুন অর রশিদ, বজলুর রহমান, ইয়াছিন আলী, নিজাম উদ্দিন, মাওলানা মজিবুর রহমান মোল্লা ও আলতাফ হোসেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।