আমাদের কথা খুঁজে নিন

   

টেকি ভাই বিরাদর / এডভান্সড ইউজারদের নিকট মধ্যরাতের আইডিএম বিষয়ক পরামর্শ দরকার।

...চিরদিন কাহারো সমান নাহি যায় .... আজ যে বড়লোক কাল সে ভিক্ষা চায়............

কোন কিজেন, ক্রাক বা কোন দুই নাম্বারি বিষয়ক পরামর্শ নয় আমার আইডিএম এর এক অদ্ভুত সমস্যা দেখতে পাচ্ছি। আর তা হল কোন ডাউনলোড ১০০% হবার পর আটকে যাচ্ছে। আইডিএম এ যা সাধারনত করি তাহল রেপিডশেয়ার বা হটফাইলের লিংক ডাউনলোড দিয়ে আমি ঘুম যাই সকালে ফাইল ডাউনলোড শেষ হয়ে যায়। আমি দুটো হোষ্ট এরই প্রিমিয়াম একাউন্ট ইউজ করি। তো গত দুইদিন ধরে আমি শিডিউল দিয়ে সকালে দেখি একটা ফাইল ডাউনলোড হয়েছে কিন্তু তা কোথাও নেই।

মানে ডাউনলোড ফাইল যেখানে থাকার কথা সেখানে নেই। সি/ ডি/ই/ এফ কোথাও নেই। এখন ১০০ পারসেন্ট হবার পর যে রিবিল্ডিং ডাটা লেখা উঠত এবং ফাইলের বিভিন্ন অংশ জোড়া লাগত তা লাগে না। আমি মনে করলাম কোন সমস্যা তাই ডাউনলোড পস করে কিছুক্ষন পর আবার রিজিউম করলাম দেখি ফাইলটি আবার ০% থেকে ডাউনলোড শুরু করেছে। কোনভাবে এর সমাধান পাইনি।

আমার ডাউনলোড ফাইল ১০০% হবার পর আবার ০% থেকে শুরু হয়। আমি আইডিএম রি-ইন্সটল দিছি লাভ হয় নাই। এমন কি আমি আনইন্সটল এর পর আইডিএম এর রেজিষ্ট্রি ফাইল ডিলিট করেছি লাভ হয় নাই। এক্সপি নতুন করে দিছি কিন্তু যেই লাউ সেই কদু। এখন টেকি ভাই বিরাদর / এডভান্সড ইউজারদের নিকট হেল্প চাই।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.