আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রাসঙ্গিক বিদ্যার ছাপ্পরে অতি গরম জনৈক অধম...

অ আ

আজ ব্লগে জনৈক মাহফুজ বিদ্যার গরম দেখিয়ে সবাইকে প্রায় সেদ্ধ করে ফেলছেন। বিদেশের কোনো এক সুউচ্চ-বিদ্যালয়ের কোনো এক অধ্যাপকের পদতলে তার স্থান হয়েছে অর্থনীতি বা এরকম কোনো বিষয় নিয়ে গবেষণা করার। এই গরমে তিনি ধর্ম নিয়ে 'অন্যের চেয়ে উপরে' আছি জাতীয় অহঙ্কার করে সবাইকে একধরনের বিরক্তির মুখে ফেলে দিয়েছেন। নমুনা দেখুন... আসলে কুয়োর ব্যাঙ, অনেক সময় নয়ানজুলি দেখতে পেলে, হঠাৎ লাফ দিয়ে বলে বসে, আমি কি ইস্মাট... ওনার বক্তব্যেও সেরকমই বদবু আসছে। জ্ঞান মানুষকে বিনয়ী করে, এর আচরনে মনে হয়না সেটা।

এছাড়াও তার লেখা আপনার ভালো করে পড়লে দেখবেন, ইস্যু নিয়ে আলোচনা শুরু না করে, তিনি ক্লাস্টার বোমার মতন ইতং বিতং কিছু কথা বলে অন্যকে বিভ্রান্ত করে ফেলেন। যে ফেসবুক পোস্ট নিয়ে এতো কথা, সেটা হলো আরবেরই কোনো একটা নিউজ চ্যানেলে প্রদর্শিত একটা ভিডিও, যেখানে একজন নারীকে বিভৎস কায়দায় পাথর ছুঁড়ে হত্যা করা হচ্ছিলো। মর্মান্তিক সে অমানবিক দৃশ্য দেখে সবারই মনের ভেতরে এক ধরনের হতাশা বোধ কাজ করছিলো, যে মানুষটিকে কিভাবে হত্যা করা হচ্ছে, ধর্মের নামে, প্রাগৈতিহাসিক নিয়মের দোহাই দিয়ে। ধর্ম, আলোচ্য বিষয় সেখানে, অবশ্যই একটি প্রাচীন নিয়মের আখড়া। একবিংশ শতকেও এসে পৃথিবীর আনাচে কানাচে এসব কুৎসিত নিয়মের প্রয়োগ দেখতে হয় আমাদের, তেমনই আলোচনা হচ্ছিলো।

হঠাৎ সেখানে আবির্ভুত হলেন, জনৈক মাহফুজ (ওরফে নরাধম, কেউ কেউ তাকে সন্মান করে ছাগাধম ডেকে থাকেন)। এসেই তার প্রথম বাণী হলো 'এতো ছাগল বাড়ছে কেন..'। দেখুন, যার প্রথম শব্দই অন্যকে ছাগল ডাক দিয়ে, তার সম্পর্কে আর কিই বা বলবো? বাকিটা, লজ্জাহীন সেই ...অধম, তার পোস্টেই দিয়েছে। আপনাদের রূচি হলে, পড়ে আসতে পারেন।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।