আপনার নতুন চলচ্চিত্রের খবর কি?
রিকিয়া মাসুদ পরিচালিত চলচ্চিত্রটির নাম 'দ্য স্টোরি অব সামারা'। এটি আমার তৃতীয় চলচ্চিত্র। পাঁচ বন্ধুর গল্প নিয়ে ছবিটি নির্মিত হবে। এটি একটি রোমাঞ্চকর ভৌতিক ছবি। আমাদের দেশে এ ধরনের ছবি আগে কখনো নির্মিত হয়নি।
তাই গল্পটা শোনার পর ভালো লেগে যায়। আশা করছি, ছবির শুটিংয়েও নতুন কিছু অভিজ্ঞতা হবে। এছাড়া আশিকুর রহমানের 'গ্যাংস্টার' ছবিতেও অভিনয় করছি। এটি সম্পূর্ণ অ্যাকশন স্বাদের ছবি। আমি অভিনয় করছি অপূর্বর বিপরীতে।
এ ছবি নিয়েও আমি আশাবাদী।
আপনার প্রথম চলচ্চিত্র 'চোরাবালি'। কেমন সাড়া পেয়েছিলেন?
রেদওয়ান রনি পরিচালিত 'চোরাবালি' ছবিতে অভিনয়ের পর অনেকের কাছ থেকে প্রশংসা পেয়েছি। এর পর চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে আমার আত্দবিশ্বাস বেড়ে গেছে অনেক গুণ। তাই চলচ্চিত্রে নিয়মিত হওয়ার কথা ভাবছি।
'চোরাবালি' ছবিতে আমি অভিনয় করেছি শহীদুজ্জামান সেলিমের বিপরীতে।
'ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল' প্রতিযোগিতা নিয়ে কিছু বলুন?
এ বছরের মার্চে ভারতের মুম্বাইয়ে এই আয়োজন করা হয়েছিল। বিশ্বের ৪৭টি দেশের টপ মডেলদের নিয়ে সেখানে বসেছিল প্রতিযোগিতা। ১৪ দিনের এ প্রতিযোগিতার প্রথম আট দিনই আমার কেটেছে লাগেজ খোঁজা, কারণ মুম্বাই এয়ারপোর্টে আমার লাগেজ হারিয়ে ফেলি। টেনশন আর অস্থিরতায় কাজে মন দিতে পারিনি খুব একটা।
মোট ২৩ দিনের এ সফরে আমি মাথায় তুলে নেই বিজয়ের মুকুট। আর একটি কথা ভাবতেই ভালো লাগে এ প্রতিযোগিতাটি হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সুন্দরী প্রতিযোগিতা।
মিডিয়ায় আসার গল্পটা একটু বলুন?
২০০৭ সালের মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হওয়াটাই ছিল আমার সূচনা। তখন আমি সবে এসএসসির চিলেকোঠা থেকে বেরিয়ে এসেছি। থাকি জন্মশহর খুলনায়।
পরবর্তী সময়ে ঢাকায় এসে বেশ দম নিয়ে ডুব দেই মডেলিংয়ে। দেশের প্রথম শাড়ির ফ্যাশন শোতে আমি হেঁটেছি। এ ছাড়া বিশ্বের অনেক দেশের র্যাম্পে আমি অংশগ্রহণ করেছি।
সম্প্রতি দেশের বাইরে কোনো অনুষ্ঠানে যাচ্ছেন?
ইন্ডিয়ান কিছু কোম্পানির সঙ্গে আমার কথা হয়েছে। এই এক বছর আমি ভারতের অনেক র্যাম্পে নিয়মিত কাজ করব।
সঙ্গে সঙ্গে বলিউডের মুভিতে অভিনয়ের জন্য প্রস্তুত করব নিজেকে।
* আলী আফতাব
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।