এবারের দিল্লি কমনওয়েলথ গেমসের স্লোগান "এসো এবং খেলো"।কিন্তু গেমস শুরু হওয়ার আগেই শুরু হয়েছে বিতর্ক।বিতর্ক এমন ডালপালা মেলেছে যে অনেক অ্যাথলেট আসতেই চাচ্ছে না, আর যারা আসবে তারাও আছে অস্বতিতে।এই যেমন কয়েকদিন আগে ভারতের সোনা জয়ী বক্সার অখিল কুমার খাট ভেঙ্গে পড়ে গেলেন, একজনকে বাসের জন্য চার ঘন্টা অপেক্ষা করতে হলো, ভিলেজের ভিতর গেমস কর্মকর্তা কুকুরের তাড়া খেলেন, এবার গেমস ভিলেজের রুমে পাওয়া গেল জীবন্ত সাপ। কয়েকদিন আগে আ্যাথলেটদের মনে ঢুকেছিল সন্ত্রাসী হামলার ভয়,এবার ঢুকলো সাপের ভয়। তাই স্লোগানের সাথে গেমসের মিল সামন্যই।ব্যবস্থাপননায় ব্যর্থতার দায় শুধু বাংলাদেশকেই দেয়া হয় কিন্তু দায়ী করার আগে খেয়াল রাখা উচিত আরও অনেককেই ব্যর্থ বলা যায়।
সূত্রঃ দৈনিক পত্রিকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।