ইউরোপের অনেক দেশ যেখানে ধীরে ধীরে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করছে, তখন মার্কিনিরা সামাজ্যবাদি আগ্রাসনের আগুনে তেল ঢালার জন্য বাংলাদেশকে জড়ানোর অপচেস্টা করছে। আফগানিস্তানে তালেবানদের হাতে ক্রমাগত নাকানি চুবানি খাওয়ার পর, মার্কিনিরা এখন বাংলাদেশের কাছে সৈন্য সাহায্য চেয়েছে। আর আমাদের পররাস্ট্র মন্ত্রি দিপুমনি বিষয়টি নিয়ে ভাববেন বলে কথা দিয়েছেন। কিন্তু আমরা কেন আফগানিস্তানের মানুষের রক্ত ঝরাবো? তাছাড়া আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা কেন বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে লিপ্ত আফগানি মানুষদের বিরুদ্ধে অস্র ধরবো? আর এই সরকার তো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তাহলে কেন দিপুমনি আফগানিস্তানের মানুষের স্বাধীনতা কেড়ে নিতে সেনা পাঠানোর জন্য ভাববে???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।