কিছুই না
তারপর ঘরের আলো নিভে যায়। মফস্বল শহর থেকে উঠে আসা একটি মেয়ে নারী হয়ে উঠে। পেছনের জীবনের সব সংস্কার ঝেরে ফেলে সে নারী হয়ে উঠে। ভাল নারী আর মন্দ নারীর সংঞ্জা তার জানা নেই। সে শুধু জানে মুঠোফোন এর ওই প্রান্তের মানুষটিকে সে ভালবাসে প্রচন্ড।
তারপর এক সময় বেণীমাধবেরা হারিয়ে যায়। মফস্বল এর কাল মেয়েটি হয়ে উঠে নষ্ট মেয়ে। এই নষ্ট মেয়েরা মরে না। হয়ত সাহস করতে পারে না। এরা প্রতিদিন মৃত্যুকে নেড়ে চেড়ে দেখে।
এরা বেঁচে থাকে নাকি থাকে না?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।