মা বাবার সেবা করা সবচেয়ে বড় ইবাদত
স্থায়ী খরচ : ক. জমি নিজস্ব খ. লেয়ার শেড ২৫০টি হাঁসির জন্য ৭৫০ বর্গফুট। প্রতি বর্গফুট ১০০ টাকা হিসাবে ৭৫০–১০০=৭ হাজার ৫০০ টাকা। গ. ব্রুডার, খাদ্য ও পানির পাত্র ২০০০ হাজার টাকা। চলতি খরচ : ক. বাচ্চা ক্রয় ৫০০–১২=৬ হাজার টাকা। খ. ম্যাস খাদ্য ৫০ হাজার টাকা।
গ. আনুষঙ্গিক খরচ ২৫ হাজার টাকা। ঘ. অপ্রচলিত খাদ্য ২৫ হাজার টাকা। মোট খরচ ১ লাখ ৮৩ হাজার টাকা। আয় : ৫ ভাগ মৃত হাঁস বাদে ৫০০-২৫=৪৭৫ হাঁস। ক. ২২৫টি হাঁসা বিক্রি বাবদ আয় ২২৫–১০০=২২ হাজার ৫০০ টাকা।
খ. ২৩০টি হাঁসি থেকে শতকরা ৭০টি ডিম। উত্পাদন (১৮ মাসে) মোট ডিম ৮৬ হাজার ৯৪০টি–৫=৪ লাখ ৩৪ হাজার ৭০০ টাকা। গ. ২৪৫টি (২৩০+১৫টি হাঁসা) বাতিল হাঁস বিক্রি ২৪৫–১০০=২৪ হাজার ৫০০ টাকা। মোট আয় ৪ লাখ ৮১ হাজার ৭০০ টাকা। নিট লাভ : মোট আয়-মোট খরচ ৪ লাখ ৮১ হাজার ৭০০-১ লাখ ৮৩ হাজার=২ লাখ ৯৮ হাজার ৭০০ টাকা।
— সৌমিক হাসান পিয়াল
মূল লিখাটি এখানে Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।