www.nationalnews.com.bd
রাজশাহীর পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামে পুকুরে ছাড়া পোনা মাছ খেয়ে ফেলায় প্রতিবেশীর আটটি হাঁস ধরে খোঁয়াড়ে দিয়েছিলেন খলিফা পাড়ার শরিফুল ইসলাম রতন। এই ক্ষোভে রতনের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২৫ মণ মাছ মেরে ফেলেছেন হাঁসের মালিক। এতে দেড় লাখ টাকা ক্ষতির অভিযোগ এনে হাঁসের মালিক ও তার ছেলের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে পুঠিয়া থানায় একটি মামলা করেছেন রতন। রতন জানান,
গত ১৮ ফেব্রুয়ারি তিনি প্রতিবেশী আকবর আলীর আটটি হাঁস ধরে খোঁয়াড়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে আকবর আলী তাকে দেখে নেয়ার হুমকি দেয়।
ঘটনার চার দিন পর গত সোমবার তিনি পুকুরে গিয়ে দেখেন তার পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। রতন অভিযোগ করেন, হাঁস খোঁয়াড়ে দেয়ার কারণে ক্ষুব্ধ হয়ে আকবর ও তার ছেলে সুমন পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। তিনি বলেন, পুকুরের বড় ও পোনা মাছ মিলে তার দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, মঙ্গলবার এ ব্যাপারে একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।