আমাদের কথা খুঁজে নিন

   

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি ফরম বিতরণ আজ রবিবার শুরু হচ্ছে



জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি ফরম বিতরণ আজ রবিবার শুরু হচ্ছে। ১০ অক্টোবর পর্যন্ত ফরম বিতরণের পর পরীক্ষা শুরু হবে আগামী ২৯ অক্টোবর। এবার ২৮টি বিভাগে দুই হাজার ৬৩৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি কার্যক্রম হবে মোবাইল ফোনের মাধ্যমে। ভর্তি পরীক্ষা কমিটি ফরমের দাম নির্ধারণ করেছে ৩৩০ টাকা।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. শওকত জাহাঙ্গীর জানান, আগামী ২৯ অক্টোবর কলা অনুষদভুক্ত 'খ' ইউনিট, ৫ নভেম্বর বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিট, ২৬ নভেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত 'গ' ইউনিট এবং ৩ ডিসেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ' ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোবাইল ফোনে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রথমে টেলিটক প্রি-পেইড মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে JNU লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর (ইংরেজি বড় অক্ষরে) লিখে স্পেস দিয়ে এইচএসসি অথবা আলিম পরীক্ষার রোল নম্বর লিখে স্পেস দিয়ে কাঙ্ক্ষিত ইউনিটের নাম (যেমন_A,B,C অথবা D) টাইপ করতে হবে। এসএমএস পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ভর্তীচ্ছু শিক্ষার্থীর পাঠানো তথ্য সঠিক হয়ে থাকলে ফিরতি এসএমএসে আবেদনকারীর নাম, ভর্তি ফি ও একটি PIN কোড জানিয়ে সম্মতি চাওয়া হবে। সম্মত হলে শিক্ষার্থীকে আবারও JNU লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে PIN (যে পিন কোডটি তাকে ফিরতি এসএমএসে দেওয়া হবে) লিখে স্পেস দিয়ে আবেদনকারীর যোগাযোগের জন্য নিজের ব্যবহৃত (যে কোনো অপারেটর) একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

শিক্ষা বোর্ড থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভর্তীচ্ছু শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার যোগ্য বিবেচিত হলে তার মোবাইল ফোন থেকে নির্ধারিত ফি কেটে নিয়ে ফিরতি এসএমএসের মাধ্যমে তাকে ভর্তি পরীক্ষার রোল নম্বর জানিয়ে দেওয়া হবে। ভর্তি পরীক্ষার দিন আবেদনকারীকে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও ছবির পেছনে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে আনতে হবে, যা প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে। সঙ্গে এইচএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র ও একটি ফটোকপি আনতে হবে। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.jnu.ac.bd-তে পাাওয়া যাবে। ০১৫৫৫৫৫৫০১৩ বা ০১৫৫৫৫৫৫০১৪ নম্বরে ফোন করেও জানা যাবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.