আমাদের কথা খুঁজে নিন

   

সোনালি ফিতের সুললিত ঢেউ

স্বপ্নের ধ্বনিরা এসে বলে যায়, স্থবিরতা সবচেয়ে ভালো

সোনালি ফিতের সুললিত ঢেউ সকালের সূর্য্য পৃথিবী দোলায় আকাশের ছাদ হতে নেমে আসে উন্মাদের মতো এক লাফে। সদ্যোজাত সবুজ পাতার মতো ঘোর বর্ষা প্রসবিত বিশুদ্ধ বাতাস, হাসে নবজাতক শিশুর মতো। সে হাসির রোদেলা ঝলক শূন্যে হেঁটে চলে লক্ষ-কোটি সোনালি ফিতের সুললিত ঢেউ হয়ে অসীম সোনালি আভার তরঙ্গ কোলে আমার অস্তিত্ব দোলে \

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।