মনে পড়ে শৈশব, হারানো সে দিন
বয়সকে রঙ দেয়া মানুষের ঋণ।
মনে পড়ে পুকুর আর চেনা চেনা মাছ
মনে পড়ে আম, জাম, দেবদারু গাছ।
মনে পড়ে মৌমাছি, মৌচাকে ঢিল
মনে পড়ে নৌকা ও হাওরের বিল।
মনে পড়ে বাঁধানো সে পুকুরের ঘাট
মনে পড়ে উৎসব, সোমবারে হাট।
মনে পড়ে দখিনের হাওয়া লাগা ধান
বাউল গানের দল, মন ভাঙ্গা গান।
মনে পড়ে কত কিছু, মনে পড়ে হায়
আমার সোনালী দিন দুরে চলে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।