আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?
জীবনের সুন্দর সকাল, দুপুর, সন্ধ্যা, রাত্রি--কত দ্রুত সময় গড়িয়ে চলে যায়। যাবারতো এমনই নিয়ম। জীবনে আমরা ক্রমশ কত সুন্দর স্বপ্ন প্রাত্যহিক ধারাবাহিকতায় পুষে রাখি হূৎপিন্ডে। আমাদের বিবেকের বিবেকহীন চাপায় পিষ্ট হয় কত সুন্দর স্বপ্নের আন্তরিক সংজ্ঞা। দৃষ্টিতে স্বপ্ন নির্মানের কানসার্ট দিন দিন আমাদের হারানো সাইরেন সুরে উপনীত হয় .........।
সমাজ সংসারে আজ অসহায় চিৎকারে ফেনায়িত ফোয়ারা উপচেপড়া দিক-দিগন্তে বিরাজমান। প্রকৃত বাস্তব চরিত্র বিকশিত ধরনী আজ বড্ড প্রয়োজন। আজ বড্ড প্রয়োজন সব সততা, অশ্নীলতা, বেহায়াপনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। প্রতিরোধ গড়ে তোলা।
প্রতিবাদী দৃষ্টিভঙ্গির নিভর্ীক বিপরীত স্রোত থেকে নিরন্তর অাঁকা-বাঁকা প্রকৃতির বিচিত্র রুপ, বন, গন্ধ, রস, অনর্্তদৃষ্টিতে প্রতিভাত হোক মানব হূদয়ে।
শিহরিত স্পন্দনে সৃষ্টি হোক চঞ্চল ঐ স্বর্গের মহিমা, তৃপ্ত সায়াহ্নের সোনালি স্বপ্ন। স্মৃতির দোলায় উঁকি ঝুকি নৃত্য, ঝিলমিল ঝিলমিল সাত রঙ্গে পাল তোলা নৌকা ভাসান হূদয়ে অজস্র তারকা খচিত নীল আকাশে রংধনুর ছোঁয়া লেগে থাকুক সবার হূদয়ে।
.........................[গাঢ়]নিঃস্বার্থ, স্বার্থহীন কাজ,[/গাঢ়]
.........................[গাঢ়]কালে কালে যুগে যুগে[/গাঢ়]
.........................[গাঢ়]নিজস্ব সান্তনার ঠিকানা;[/গাঢ়]
.........................[গাঢ়]ফলাফলে মানব চেতনার[/গাঢ়]
.........................[গাঢ়]পৃথিবী বিখ্যাত স্বপ্ন,[/গাঢ়]
.........................[গাঢ়]সভ্যতার বাস্তব হাতিয়ার। [/গাঢ়]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।