জানিনা আজ কী হয়েছে আমার,
কেনজানি আনমনা হয়ে আছি
আমার হৃদ্য় পটে কার যেন-
ছবি ভাসে,
অপূর্ব মায়াবী ছুরতে কে যেন হাসে।
এসেছিলে তুমি নৃত্যমঞ্চে
নৃত্যের মেলা নিয়ে,
তাকিয়ে থেকেছি অপলক চোখে
তুলেছি তোমার অজস্র ছবি,
এ দুটি চোখ দিয়ে,যা
করছে খেলা আমার স্মৃতির
পটে।
ওগো সোনালি মেয়ে
তোমার কাজল কালো চোখ দুটি
আমায় টানে,
মেঘ কালো ঐ চুলের খেলা
দোলা দেয় এ মনে।
আমার এ হৃদয়ে
প্রেমের ফুল ফুটেছে,
জানিনা এ ফুলের সুবাস তাকে
পাগল করতে পারবে কিনা
আসবে কিনা মধু আহরনে সে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।