আমাদের কথা খুঁজে নিন

   

আপনার ব্যক্তি-জীবনকে কিভাবে উন্নত করবেন! (পর্ব-২)

কিছু ভূল কিছু স্মৃতি নাড়া দেয় সর্বক্ষণ

প্রথম পর্ব এখানে। সমাজের প্রতি আপনার ভূমিকাঃ ১৫। সবসময় বাবা-মার খোঁজ-খবর রাখুন। ১৬। অন্যের জন্য প্রতিদিন ভাল কিছু করুন।

১৭। সকল সময় সবাইকে ক্ষমা করতে শিখুন। ১৮। বৃদ্ধজন (৬০ বছরের অধিক) এবং শিশুদের (৬ বছরের নিচে) সাথে কিছু সময় ব্যয় করুন। ১৯।

দিনে কমপক্ষে ৩ জন লোককে হাসি-খুশি রাখতে চেষ্টা করবেন। ২০। অন্য লোকজন আপনার ব্যাপারে যা চিন্তা করছে তা আমলে না নেয়া। ২১। কোন কাজের জন্য যদি আপনি অসুস্থ হলে সেই কাজ আপনাকে সেবা-যত্ন করবেনা বরং আপনার পরিবার এবং বন্ধুরা তা সবসময় করবে।

জীবনে মনে রাখবেনঃ ২২। আপনি যা কিছু ভাবেন, করেন এবং বলেন তার সর্বপ্রথমে আল্লাহকে স্বরণ করবেন। ২৩। আল্লাহ যা কিছু করেন ভালোর জন্যেই করেন। ২৪।

ভাল কাজ করবেন। ২৫। মনে রাখবেন, ভাল ও মন্দ পরিস্থিতি সব সময় পরিবর্তন হয়। ২৬। আপনি কী অনুভব করছেন তা আমলে না এনে নিজেকে উপস্থাপন করুন।

২৭। মনে রাখবেন, অবশ্যি ভাল কিছু আপনার জন্য অপেক্ষা করছে। ২৮। আপনাকে মুক্ত করুন যা কিছু ব্যবহারযোগ্য নয়, সুন্দর অথবা আনন্দায়ক (সুন্দরের পূজারী থেকে)। ২৯।

সকালে ঘুম থেকে উঠে (জাগ্রত হওয়ার জন্য) আল্লাহর নিকট শুকরিয়া আদায় করুন। ৩০। যদি মনে করেন যে আল্লাহ আপনাকে সবসময় সুখি রাখবেন তাহলে আপনি সুখি হবেন। উপরো পরামর্শগুলো যদি আপনি ব্যক্তি জীবনে অনুশীলন করেন এবং এই পরামর্শগুলো যাদেরকে আপনি ভালবাসেন তাদেরকে দেন তাহলে তাহারা আপনার সংগে থাকবে,কাজ করবে, বসবাস করবে। এতে শুধু আপনিই উপকৃত হবেন না, আপনার চারপাশের লোকজনও উপকৃত হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.