কিছু ভূল কিছু স্মৃতি নাড়া দেয় সর্বক্ষণ
এই সব মূল্যবান পরমর্শগুলো আমি একটা লেখকের লেখায় পেলাম। যা আমার কাছে খুব ভাল লাগলো। তাই ব্লগের সকল বন্ধুদের জন্য লেখাটি অনুবাদ করলাম যেন বিষয়টি সবার কাছে সহজেই বোধগম্য হয়। পড়ালেখার চাপ থাকায় সব গুলো অনুবাদ করতে পারলাম না। বাকি অংশটুকু অতি শিগ্রই পেয়ে যাবেন।
ব্যক্তিগতভাবেঃ
১। আপনার জীবনকে অন্যের জীবনের সাথে তুলনা করবেন না। কারন, তাদের গন্তব্য কথায় তা আপনি জানেন না।
২। যা আপনি নিয়ন্ত্রন করতে পারবেন না তা নিয়ে কখনো নেগেটিভ চিন্তা করবেন না।
বরং ওই ব্যপারে পজেটিভ থাকুন।
৩। আপনার সামর্থের বাইরে অতিরিক্ত কোন কিছু করবেন না।
৪। কোন কিছু করার সময় অতি উৎসাহিত হবেন না এই ভেবে যে এটা আমাকেই করতে হবে,অন্য কেউ করবে না।
৫। অযথা গল্প করে সময় এবং শক্তি নষ্ট করবেন না।
৬। বেশি স্বপ্ন দেখেন যখন আপনি জাগ্রত।
৭।
আপনার যা আছে তা নিয়ে অন্যের প্রতি হিংসা করে সময় ক্ষয় করেন না।
৮। অতীতে কি করেছেন তা ভুলে যান এবং আপনার সহকর্মির অতীতকে মনে রাখবেন না কারন এটাই আপনার জীবনের সুন্দর দিন গুলোকে ধংস করে দিবে।
৯। জীবনটা অতি ছোট, তাই কাউকে ঘ্রিনা করে সময় নষ্ট করবেন না।
১০ । অতীতের সুখের মূহুর্তে সাথে থাকুন তাহলে বর্তমানও সুখের হবে।
১১। আপনি ব্যতিত অন্য কেউই আপনার সুখের জন্য দায়িত্ব প্রাপ্ত নয়।
১২।
বুঝতে চেষ্টা করুন জ়ীবন একটি শিক্ষাক্ষেত্র এবং আপনি এসেছেন শিক্ষা নিতে। চলমান জীবনে বাধা-বিপত্তি আসবেই কিন্তু এই বাধা-বিপত্তি থেকেই আপনি শিক্ষা নিতে পারবেন ভবিয্যতে কি করা দরকার।
১৩। সবসময় হাসি-খুশি থাকুন।
১৪।
আপনাকে সব সময়ই জয়ী হতে হবে এমন মনোভাব পোষন করবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।