নিজ চরিত্র বদলান দেশ বদলে যাবে।
আমার মনে হয় এক কথায় তারা হলেন দেশের আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন। কারণ আপনি তাদেরকে টাকা দিয়ে খুন থেকে যাবতীয় অপরাধ মূলক কাজ নিশ্চিন্তায় করতে পারবেন, আর তারাতো নিজেরা করেই। তারা খুন করলে কেউ তাদের কে ধরতে আসে না (দুই একটা ব্যতিক্রম ছাড়া) , তারা নারীধর্ষন করলেও তা লোকচক্ষুর আড়ালে থেকে যায় (একজন সেনাসদস্যের নিজ মুখ থেকে শুনা কথা বলছি)। কয়েকদিন আগে খবরে দেখলাম একজন সেনা সদস্যের হাতে একজন নারী এসিড দগ্ধ, আজ দেখলাম একজন সেনা সদস্যের হাতে এক কলেজছাত্রীর মৃত্যু। বাস্তবে দেখলাম কারো পরিবারে যদি একজন পুলিস থেকে থাকে তার চৌদ্দগুষ্ঠীর মনে হয় সাত খুন মাপ। আর কারো পরিবারে যদি একজন ব়্যাব থাকে তাহলেতো কোন কথাই নেই, সে যেন রাজা। কেন আমাদের আজ চারি দিকে অধঃপতন । আমরা কি এই অধঃপতন থেকে আলোর মুখ দেখবো না?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।